স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে শুরুটা নড়বড়ে ছিল নিউজিল্যান্ডের। তবে উইল ইয়োং ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে কিউইরা। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে ৩২১ রানের টার্গেট দিয়েছে কিউইরা। লক্ষ্য তাড়া করতে নেমে বড় স্কোরের নিচে চাপা পড়ে পাকিস্তান আর বের হতে পারেনি। বাবর আজম আর খুশদিল শাহের হাফ সেঞ্চুরি সত্ত্বেও থেমে যেতে হলো ৪৭.২ ওভারে ২৬০ রানে।
তাতে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটাই হয়েছে বাজে। ওপেনিংয়ে আজ বাবর আজম থাকলেও ছিলেন ফখর জামান। বাবরের সঙ্গে ছিলেন সৌদ শাকিল। এ ওপেনিং জুটিতে স্বাগতিকরা পেয়েছে কেবল ৮ রান। চতুর্থ ওভারেই উইলিয়াম ওরুর্কের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন শাকিল।
আপনার মতামত লিখুন :