কিশোরগঞ্জে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
কিশোরগঞ্জে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দ্বীন ইসলাম তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি জানায়।

শনিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে মুখ চেপে ধরে নিয়ে যায় দ্বীন ইসলাম তোফাজ্জল ও তার সহযোগীরা। এরপর নান্দলা বন্দ এলাকায় আটকে রেখে ওই শিক্ষার্থীরকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা থানার সামনে ভিড় করে বিক্ষোভ জানায়। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।