কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে দুই শত দুস্থ ছিন্নমূল মানুষের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়।

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃমজনু মিয়া, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক,আব্দুস সালাম,সাবেক ছাত্র দল নেতা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন।

এসময় বক্তব্য রাখেন- কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী,রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন।

ওই রাতে রিপোর্টার্স ইউনিটির একটি ভ্রাম্যমান টীম উপজেলা সদর বাসস্ট্যান্ড,হাসপাতাল,বিভিন্ন হাট বাজার ও সড়ক পথে দুস্থ ছিন্নমূল শীতার্ত  মানুষদের মাঝে গভীর রাত পর্যন্ত কম্বল বিতরন করেন।

কালিহাতী রিপোর্টার্স ইউনিটি   তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি “সামাজিক দায়বদ্ধতা থেকে ওই কর্মসূচি পালন করে।

ইতোপূর্বেও তারা প্রচন্ড তাপদাহে পথচারী,খেটে খাওয়া শ্রমজীবি,রিক্সাভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন,বর্ণ্যাদুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় আড়াই হাজার মানুষকে চিকিৎসা ব্যবস্থাপত্র ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পালন করেছেন, ঐতিহাসিক জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনেও তারা একাত্বতা প্রকাশ করে আন্দোলনকে বেগবান করতে ভূমিকা পালনসহ  বিপ্লবোত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বৈষম্য বিরোধী ছাত্রদের ট্রাফিক দায়িত্ব পালনকালে তারাছশুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের করেছেন, পরিবেশের বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সবুজায়নের লক্ষ্যে “বিনামুল্যে ” কয়েক হাজার ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরন করে ভূয়সী প্রসংসা কুড়িয়েছেন।