গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় ফিরছে কাতার


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন
গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় ফিরছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার পুনরায় আলোচনার মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ শুরু করেছে। এক মাস বন্ধ থাকার পর আবারও আলোচনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৃহস্পতিবার দোহায় অনুষ্ঠিত ২২তম দোহা ফোরামে তিনি এ ঘোষণা দেন।

কাতার আগের মধ্যস্থতা স্থগিত করেছিল সংশ্লিষ্ট পক্ষগুলোর ‘গুরুত্বের অভাব’ উল্লেখ করে। তবে শেখ মোহাম্মদ জানান, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর আলোচনায় নতুন গতির সঞ্চার হওয়ায় কাতার আবারও মধ্যস্থতায় আগ্রহী হয়েছে।

কাতারি প্রধানমন্ত্রী তার বক্তব্যে গাজার চলমান মানবিক সংকটের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, গাজার পরিস্থিতি শুধু স্থানীয় জনগণের ওপর নয়, প্রতিবেশী দেশ লেবানন এবং সিরিয়াতেও প্রভাব ফেলছে। তিনি এই সংকট নিরসনে প্রতিটি সম্ভাব্য প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

গাজার মানুষের দুঃখ-কষ্ট দূর করতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় এই আলোচনা শুরুকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কাতারের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।