ডেস্ক নিউজ : আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় আনন্দ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চবির শিক্ষার্থীরা। এসময় চবির সমন্বয়করা জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন এবং বিজয় মিছিলের নেতৃত্ব দেন।
আনন্দ মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগমুক্ত শিক্ষাঙ্গন হলো’ ‘হলে হলে খবর দে, ছাত্রলীগের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে’, ‘হৈ হৈ রই রই, ছাত্রলীগ গেলি কই’ ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের সব অনিয়ম ও দুর্নীতির বিচার এই সরকারকে করতে হবে। আমাদের শতশত ভাই-বোনকে তারা আক্রান্ত করেছে। বাংলার মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে, অবৈধ সুবিধা নিয়েছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন :