এক বা দুটি নয়, বিয়ে করেছেন চারটি। সঙ্গে রয়েছে দুইজন গার্লফ্রেন্ড। কারণ, তিনি ভাঙতে চান রেকর্ড। এমনই এক ব্যক্তি হলেন জাপানের ৩৬ বছর বয়সী রিউতা ওয়াতানাবে। তিনি থাকেন উত্তর প্রিফেকচার শহরে। তার কর্মকাণ্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে রিউতা ওয়াতানাবের জীবনের নানান তথ্য। সেখান থেকে জানা গিয়েছে, তিনি গত কয়েক বছর ধরে কোনো চাকরি করছেন না। কারণ, স্ত্রী ও গার্লফ্রেন্ডদের টাকাতেই তার চলছে সংসার। ইতিমধ্যেই ১০ সন্তানের বাবা রিউতা। তাই প্রতিমাসে তার খরচ হয় প্রায় ৯ লাখ টাকা। আর এই সব খরচ বহন করেন চার স্ত্রী ও দুই প্রেমিকা। তবে রিউতা চাকরি না করলেও করতে হয় গৃহস্থালির কাজ, রান্না বান্না এবং সন্তানদের দেখভাল।
এ প্রসঙ্গে রিউতা জানান, ছয় বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। এরপর হতাশাগ্রস্ত হয়ে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে একাধিক মহিলার সঙ্গে কথা বলা শুরু হয়। শুধু তাই নয় প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা রুম আছে এবং প্রতিরাতে তিনি তার স্ত্রীদের সময় দেন। এছাড়াও প্রতি সপ্তাহে ২৮বারের বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে দাবি করেছেন রিউতা।
তার ইচ্ছে, জাপানে সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার। রিউতা জানান, ৫৪ সন্তানের বাবা হতে চাই যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে। সেইজন্য এখন আমি বউ খুঁজছি।
আপনার মতামত লিখুন :