ভিড়ের মাঝে হারিয়ে গেল শিশুকন্যা! বাঁচালেন রণবীর


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন
ভিড়ের মাঝে হারিয়ে গেল শিশুকন্যা! বাঁচালেন রণবীর

বহু প্রতীক্ষিত ছবি ‘সিংহম আগেন’-সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ৭ সেপ্টেম্বর। উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেখানে। প্রথমে শোনা যাচ্ছিল, মা হওয়ার পরে এই অনুষ্ঠানেই প্রথম প্রকাশ্যে আসবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ দিন এলেন রণবীর সিং একাই।

সদ্য এক কন্যাসন্তানের বাবা হয়েছেন রণবীর। বাজিরাও থেকে আলাউদ্দিন খিলজি, পর্দায় তাকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে। কিন্তু বাস্তবে তিনি যে খুব সহানুভূতিশীল তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোমবারের অনুষ্ঠানে। পাশাপাশি তার মধ্যে যে সত্যিই একটা বাবার মন তৈরি হয়ে গিয়েছে তাও স্পষ্ট হয়ে গেল।

এ দিন অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ে আটকে পড়ে এক বালিকা। ভিড়ের মাঝে ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে সে। এই দেখে দু’বার না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে আগলে নেন রণবীর। তার পরে বাচ্চাটিকে শান্ত করে তার মায়ের কোলে তুলে দেন তিনি। এই মুহূর্তের ভিডিও সমাজিক মাধ্যমে ভাইরাল।

নেটিজেনদের দাবি, বাবা হওয়ার পরে পরিবর্তন এসেছে রণবীরের মধ্যে। আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি। শিশুদের ভাষাও বুঝতে শিখেছেন তিনি।

ভিডিওটি দেখে একজন লিখেছেন, এই জন্যই ঈশ্বর রণবীরের কোলে এক কন্যাসন্তানকেই পাঠিয়েছেন। অন্য আরেকজন মন্তব্য করেছেন, রণবীরের জন্য অশেষ শ্রদ্ধা। দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি।