সিডনিতে গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন
সিডনিতে গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বাংলাদেশি শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন (২৩) সিডনিতে গাড়িচাপায় নিহত হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৬ অক্টোবর (রোববার) মধ্যরাতে সিডনিতে তার ওয়াইলি পার্কের বাসায় সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ থেকে ইউটিএস (UTS) ইউনিভার্সিটিতে পড়তে আসা ইসমাইল তার সমবয়সী বন্ধু অনিমের গাড়িতে করে মধ্যরাতে ওয়াইলি পার্কের বাসায় ফেরে। গাড়ীর সামনে দাঁড়িয়ে ইসমাইল তার বন্ধুকে গাড়ীটি বাসার দেয়ালের সাথে পার্কিং করতে সহায়তা করছিল। বন্ধু অনিম পার্ক করার পর ব্রেক করার বদলে এক্সিলেটার চেপে মুহুর্তের মধ্যেই ইসমাইলকে দেয়ালের সাথে পিষে ফেলে।

নিহত মো. ইসমাইল হোসেন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে। সে প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য সিডনিতে আসে।