পাকিস্তান ক্রিকেটের জন্য যা ভালো তাই করবে পিসিবি


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ২:৫২ অপরাহ্ন
পাকিস্তান ক্রিকেটের জন্য যা ভালো তাই করবে পিসিবি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারত চাচ্ছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হোক। তবে পাকিস্তান তাতে মোটেও রাজি হয়নি। তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয়। যার কারণে আইসিসি এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটবে। আইসিসির ভার্চুয়াল মিটিংয়ের পরই জানা যাবে কোথায় আয়োজন হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।

তার আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের ক্রিকেটের পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের ক্রিকেটের জন্য যা ভালো হবে তাই করার চেষ্টা করবেন নাকভি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা পাকিস্তান ক্রিকেটের জন্য যা সেরা তাই করব। আমি ক্রমাগত আইসিসি চেয়ারম্যানের (গ্রেগ বার্কলে) সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমার দল ক্রমাগত তাদের সঙ্গে কথা বলছে। আমরা এখনও আমাদের অবস্থানে পরিষ্কার যে আমরা ভারতে ক্রিকেট খেলব না এবং ভারতও এখানে ক্রিকেট খেলতে চাচ্ছে না। এখন যা হবে তা হবে সমতার ভিত্তিতে, আমরা আইসিসিকে স্পষ্টভাবে বলেছি এবং আমরা আপনাকে (সাংবাদিক) জানাব।’  

তবে পিসিবি হাইব্রিড মডেলের পক্ষে না বিপক্ষে সেই বিষয়ে কিছু বলেননি নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা যাই করি না কেন, আমরা নিশ্চিত করব যে পাকিস্তানের জন্য সর্বোত্তম ফলাফল অর্জন করা। আমি আবারও বলছি, এটা সম্ভব নয় যে পাকিস্তান ভারতে গিয়ে খেলবে এবং তারা (ভারত) এখানে আসবে খেলতে।’২৯ নভেম্বর এক ভার্চুয়াল মিটিংয়ে আইসিসি বোর্ড যুক্ত হবে। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে আলোচনা করা হবে। এই মিটিংয়ের দুই দিন পর (১ ডিসেম্বর) আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।