দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩২৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় থাকা সবগুলো কোম্পানির শেয়ারদর ১০ শতাংশ করে বেড়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) তালিকায় প্রথম স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় থাকা অ্যাসোসিয়েট অক্সিজেনের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।
এছাড়া মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার লিমিটেড, বে লিজিং, ড্রাগন সোয়েটার, জেনারেশন নেক্সট ফ্যাশন, মাইডাস ফাইন্যান্সিং, পূবালী ব্যাংক, রবি, সায়হাম টেক্সটাইল।
আপনার মতামত লিখুন :