আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধমক খেয়ে আমেরিকা থেকে সোজা ব্রিটেনে চলে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের এক দিনের মাথায় তাকে সাদরে অভ্যর্থনা জানাল ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জেলেনস্কিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন।
১০, ডাউনিং স্ট্রিটে অভ্যর্থনা জানানো হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। পরে ইউক্রেনের সঙ্গে ২.৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সংক্রান্ত একটি ঋণের নথিতেও স্বাক্ষর করেছে ব্রিটেন প্রশাসন।
স্থানীয় সময় শনিবার (১ মার্চ) লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে জেলেনস্কি এবং স্টার্মারের বৈঠক হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে তারা আলোচনা করেন। এ সময় ব্রিটেনের কাছেও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি, ধন্যবাদ জানান স্টার্মার এবং ব্রিটেনের মানুষকে।
আপনার মতামত লিখুন :