আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আশুলিয়ায় আনন্দ মিছিল করেছেন ঢাকা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এই আনন্দ মিছিল করেন তারা।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট রশিদ মার্কেট এলাকায় থেকে এই আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ইউনিক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেত’র মধ্যে দিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন মুন্সী’র নেতৃত্বে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান দেওয়ান, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ সানোয়ার হোসাইন, সাবেক সদস্য মোঃ রাশেদ ভূঁইয়া।
এছাড়া আরও অংশগ্রহণ করেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক নেতা মোঃ ওসমান গণি, আব্দুল আলীম, নুরুল আমীন ও ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন ভান্ডারী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় আবুল হোসাইন মুন্সি বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর আমরা পেয়েছি। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাজানো ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করারও দাবী জানান তিনি।
আপনার মতামত লিখুন :