রাশিয়ার মস্কোতে মিলল ৮১৭ কেজি ওজনের কুমড়ো!


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৩:০০ অপরাহ্ন
রাশিয়ার মস্কোতে মিলল ৮১৭ কেজি ওজনের কুমড়ো!

রাশিয়ার মস্কোতে কৃষক আলেক্সান্দার চুসোভের বাগানে মিলল ৮১৭ কেজি ওজনের কুমড়ো! সম্প্রতি দেশটির সবচেয়ে পুরোনো বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এক প্রতিযোগিতা। সেখানে নেওয়া হয় কুমড়োটি।

উদ্যোক্তারা জানান, বিশালাকার কুমড়োর সব রেকর্ড ভেঙেছে সবজিটি। অতীতের রেকর্ড ছিল ৭৭১ কেজি। আলেক্সান্দার জানিয়েছেন, দৈনিক গড়ে ২০ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। শরৎ উৎসবের অংশ হিসাবে এই প্রতিযোগিতাটি চালু করেন জার পিটার দ্য গ্রেট। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছিল।