ফিটনেস পরীক্ষায় উতরে খেলার অপেক্ষায় তামিম


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১১:১১ অপরাহ্ন
ফিটনেস পরীক্ষায় উতরে খেলার অপেক্ষায় তামিম

স্পোর্টস ডেস্ক : ফিটনেস পরীক্ষায় উতরে খেলার অপেক্ষায় তামিম ইকবাল। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেও ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হবে মাঠে। তামিম ইকবালকে এমনটাই সাফ জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরীক্ষা দিয়েছেন এই ওপেনার। তাতে উতরে গিয়েই এনসিএল টি-টোয়েন্টিতে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

ধারণা করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টও। সেই আসর দিয়েই ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এজন্য বাধা হয়ে ছিল ফিটনেস টেস্ট। বিসিবি এক সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্টে পাশ করেছেন তামিম।

ফিটনেস ফিরে পেতে গত মাস থেকেই অনুশীলনে ঘাম ঝরানো শুরু করেন তামিম ইকবাল। দিয়েছেন ফিটনেস পরীক্ষাও। ফলে এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না। এবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে ফাইনাল ম্যাচটি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। সেখানে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম।